অ্যাকসেসিবিলিটি লিংক

মালায়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধান ও উদ্ধারের কাজ সম্প্রসারিত হয়েছে


S
S
সোমবার মালায়েশিয়া বলেছে নিখোঁজ যাত্রীবাহী জেট বিমানের সন্ধান, উত্তর ও দক্ষিণ করিডর বা যাতায়েতের পথে অব্যাহত রয়েছে। মনে করা হচ্ছে বিমানটি ইচ্ছাকৃত ভাবে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী হিসামুদ্দীন হুসেন বলেছেন সন্ধান তৎপরতায় এখন ২৬টি দেশ সংশ্লিষ্ট। ১১টি দেশ জলে ও ভূমিতে সন্ধান কাজে লিপ্ত। লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই সন্ধান তৎপরতা চলছে।

তিনি বলেন "আজ আমি এই তথ্য যাচাই করতে পারবো যে উত্তর ও দক্ষিনে যাতায়েতের পথে সন্ধান ও উদ্ধারের কাজ শুরু হয়েছে। মালায়েশিয়া, অস্ট্রেলিয়া, চীন, ইন্দোনেশিয়া, এবং কাজাকস্তানে ইতিমধ্যেই সন্ধান ও উদ্ধারের কাজ শুরু করেছে।

তদন্তকারীরা মনে করছেন Boeing 777 ৮ই মার্চ রহশ্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর হয়ত উত্তরে মধ্য এশিয়ার দিকে বা দক্ষিণে ভারত মহাসাগরের দিকে উড়ে গেছে।




XS
SM
MD
LG