যুক্তরাষ্ট্রের মহাকাশ শাটলের ৩০ বছরের কর্মসূচীর চূড়ান্ত পর্বে শাটল আটলান্টিস মহাশূণ্যে যাত্রা করেছে।
মহাকাশ সংস্থা নাসা জানিযেছে – ফ্লোরিডার কেনেডী মহাকাশ কেন্দ্রের কাছাকাছি বিভিন্ন জায়গায় আজ প্রায় ১০ লক্ষ মানুষ আটলান্টিসের এই ঐতিহাসিক অভিযাত্রা দেখার জন্য সমবেত হয়। এ ছিল এক আবেগপূর্ণ অভিযান।
শাটলের চারজন ক্রু – কমাণ্ডার ক্রিস ফারগুসান, পাইলট ডগ হার্লি, মিশন স্পেশালিস্ট রেক্স ওয়ালহাইম এবং মিশন স্পেশালিস্ট সান্ড্রা ম্যাগনাস তাদের চারদিনের মিশনের আন্তর্জাতিক মাহাকাশ কেন্দ্রের কাছে নানা যন্ত্র সরঞ্জাম ও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জিনিষপত্র সরবরাহ করবেন।