ভারতের নাগরিকত্ব পেয়ে মন্তব্য করলেন পাকিস্তানী কণ্ঠশিল্পী আদনান সা’মী- ভারতে কোনো অসহিষ্নুতা নেই- রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর নাগরিকত্ব পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ও কেন্দ্রীয় সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানি গায়ক আদনান সামী।
অসহিষ্ণুতা বির্তকে কেন্দ্রের পাশে দাড়িয়ে বললেন অসহিষ্ণুতা থাকলে আমি কি ভারতের নাগরিকত্ব নিতাম।গত কয়েকদিন আগেই ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছিল ভারতীয় কলায় অসামান্য অবদানের জন্য তাকে এই বিশেষ অনুমতি বা সম্মান দেওয়া হচ্ছে।
নতুন দিল্লীর নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরন রিজজুর হাত থেকে সেই শংসাপত্র নেন আদনান সামী।
Your browser doesn’t support HTML5