অ্যাকসেসিবিলিটি লিংক

আজ ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের ৫৮ তম বর্ষপূর্তি


ননন
ননন

দর্শক-শ্রোতাবন্ধুরা, আজ ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের ৫৮তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। এতে বাংলা বিভাগের প্রথিতযশা বেশ কয়েকজন প্রাক্তন সম্প্রচারকের সাথে কথা বলেন সরকার কবিরউদ্দিন। এদের মধ্যে ছিলেন কাফি খান, দিলারা হাশেম, মাসুমা খাতু্ন,‌ ইকবাল বাহার চৌধুরী, জিয়াউর রহমান, কবীর সুমন,‌ কামনাশিস চক্রবর্তী, দীপংকর চক্রবর্তী, অসীম চক্রবর্তী, আবদুল্লাহ আল ফা্রূক।

তাছাড়াও বাংলা বিভাগ প্রধান রোকেয়া হায়দার, সরকার কবিরউদ্দিন, শেগুফতা নাসরিন কুইন, আনিস আহমেদ, আহসানুল হক, তাহিরা কিবরিয়া, সাবরিনা চৌধুরী, সেলিম হোসেন, তাওহিদুল ইসলাম, ইজাজ বিন হিউসন বর্ষপূর্তি উপলক্ষ্যে তাদের শুভেচ্ছা দেন এবং তাদের করা স্মরণীয় প্রতিবেদনের ঝলক তুলে ধরেন।

দীর্ঘ ৫৮ বছর আমাদের সাথে থাকার জন্য সব দর্শক-শ্রোতার প্রতি রইল আমাদের বিশেষ কৃতজ্ঞতা-ধন্যবাদ।

please wait

No media source currently available

0:00 0:46:06 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG