অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গলবার থেকে ঢাকায় বুস্টার ডোজ শুরু


ঢাকা মেডিকেল কলেজের টিকা কেন্দ্রে একজনকে করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে। (ফাইল ফটো- রয়টার্স)
ঢাকা মেডিকেল কলেজের টিকা কেন্দ্রে একজনকে করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে। (ফাইল ফটো- রয়টার্স)

বাংলাদেশের রাজধানী ঢাকায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার তৃতীয় বা বুস্টার ডোজ। শুরুতে সবাই এই সুযোগ পাবেন না। ৬০ বছরের বেশি বয়সী এবং করোনা প্রতিরোধে সম্মুখসারির কর্মীদের দেওয়া হবে প্রথমে। তারপর ধীরে ধীরে সবাইকে দেওয়া হবে সময় নিয়ে।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা জানান, ‘"টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার যাদের ছয় মাস পেরিয়েছে, তারাই এখন তৃতীয় ডোজ পাবেন। নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। তৃতীয় ডোজ পাওয়ার যোগ্যদের কাছে এসএমএস চলে যাবে।"

গত মাসে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর বাংলাদেশে বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এরপর গত ১৯ ডিসেম্বরে ৬০ জনকে পরীক্ষামূলকভাবে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, "আগে যারা যে কেন্দ্রে টিকা নিয়েছেন, তারা সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন। প্রথম ও দ্বিতীয় ডোজ টিকার নিবন্ধনের তথ্য আমাদের কাছে রয়েছে। ছয় মাস আগে যারা করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের কাছে এসএমএস যাবে।"

XS
SM
MD
LG