অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ


 প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস
প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস

দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু করার জন্য ডনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। ট্রাম্প নতুন মেয়াদ শুরু করার সাথে সাথে দুই দেশ একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা উল্লেখ করে এই কথা নিশ্চিত করেছেন।

ডনাল্ড ট্রাম্প তার নতুন মেয়াদ শুরু করার সাথে সাথে তার শুভকামনা জানিয়েছেন ড. মুহম্মদ ইউনূস।

আমেরিকান গণতন্ত্রের প্রায় ২৫০ বছরের ইতিহাসের নির্দেশক ছাপ হচ্ছে প্রতি চার বছর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, এবং সোমবার (২০ জানুয়ারী) তার পুনরাবৃত্তি হচ্ছে। ডনাল্ড ট্রাম্প, ২০২০ সালের নির্বাচনে পরাজিত হবার আগে পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট, গত নভেম্বরের নির্বাচনে জয়ী হবার পর এখন দেশের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন।

লক্ষ লক্ষ আমেরিকান টেলিভিশনে ৭৮-বছর বয়সী ট্রাম্পকে হোয়াইট হাউসে নতুন চার বছর মেয়াদের জন্য শপথ নিতে দেখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বর্তমান প্রেসিডেন্ট ৮২-বছর বয়সী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে এক মেয়াদ পরেই বিদায় নিচ্ছেন।

XS
SM
MD
LG