৪৩ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলায় ইউএসএ প্যাভিলিয়নে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের শ্রোতাবন্ধুদের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আগত কয়েকজন স্রোতার সঙ্গে কথা বলেন আমাদের কলকাতার দুই সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায় এবং দীপংকর চক্রবর্তী। শুনুন তার কিছু অংশ।