পশ্চিম বঙ্গে, বনগাঁ লোকসভা আর কৃষ্নগঞ্জ বিধান সভা আসনের উপ নির্বাচনে জোড়া জয় পেলো বিপুল সংখ্যাধিক্য ভোটে তৃণমূল কংগ্রেস। আর তারই ওপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ভারতে, গোটা দেশে সোয়াইন ফ্লুর প্রকোপ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রক যেমন উদ্বিগ্ন তেমনি পশ্চিম বঙ্গেও এ রোগে কয়েকজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে-রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।