অ্যাকসেসিবিলিটি লিংক

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস


সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে বাংলাদেশি খেলোয়াড়দের উল্লাস। ছবি: বিসিবি/ইউএনবি
সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে বাংলাদেশি খেলোয়াড়দের উল্লাস। ছবি: বিসিবি/ইউএনবি

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে তাদের হোয়াইটওয়াশ করে বিজয়ী হয়েছে বাংলাদেশ। এর ফলে টি-টোয়েন্টি বাংলাদেশের অর্জনের মুকুটে যোগ হয়েছে নতুন পালক।

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে বাংলাদেশ সময় শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল। এর আগে প্রথম দুই ম্যাচে ৭ ও ২৭ রানে জয় পায় টাইগাররা।

এদিন টস জিতে শুরুতে ব্যটিং করে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারেই ১০৯ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৪১ বলে সর্বোচ্চ ৭২ রান করেন রান আউট ভেবে ড্রেসিংরুমে চলে গিয়ে আবার ফেরা জাকের আলী। এ ছাড়া, ওপেনার পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ এবং মেহেদি হাসার মিরাজ করেন ২৩ বলে ২৯ রান।

২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার রোমারিও শেফার্ড। ১টি করে উইকেট নেন আলজারি জোসেফ, রোস্টন চেস ও গুদাকেশ মোটি। এ ছাড়া, রান আউটের শিকার হন শামীম হোসেন ও শেখ মেহেদী।

অপরদিকে, ১৯০ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় বলেই ইউকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি বাংলাদেশের বোলারদের।

লোয়ার মিডল অর্ডারে নামা শেফার্ডের ২৭ বলে ৩৩ রানই তাদের ইনিংস সর্বোচ্চ। এ ছাড়া, ২৩ রান করেন ওপেনার জনসন চার্লস।

টাইগারদের ৫ বোলারই আজ উইকেটের দেখা পেয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিশাদ, ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন ও শেখ মেহেদী এবং বাকি ২ উইকেট পেয়েছেন তানজিম সাকিব ও হাসান মাহমুদ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৮৯/৭ (জাকের আলী ৭২, ইমন ৩৯, মিরাজ ২৯; শেফার্ড ২/৩০, চেস ১/১৫)।

ওয়েস্ট ইন্ডিজ: ১০৯/১০ (শেফার্ড ৩৩, চার্লস ২৩, পুরান ১৫; রিশাদ ৩/২১, মেহেদী ২/১৩, তাসকিন ২/৩০)।

ফলাফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: জাকের আলী (বাংলাদেশ)।

ম্যান অব দ্য সিরিজ: শেখ মেহেদী (বাংলাদেশ)।

XS
SM
MD
LG