বর্মার প্রেসিডেন্ট থিয়েন সেন মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র কংগ্রেসের পদস্থ কিছু বিধায়কের সঙ্গে সাক্ষাত্কারে মিলিত হচ্ছেন । তাঁর সঙ্গে কথা হচ্ছে মিচ ম্যাকোনেলের – কথা হচ্ছে তাঁর হ্যারি রিডের সঙ্গে । কয়েক দশক যাবত প্রত্যক্ষ সামরিক শাসনাধীনে থাকবার পর এই যে বর্মা তার আগের অবস্থান থেকে ক্রমেই বের হয়ে আসছে , এ প্রক্রিয়ায় দক্ষিন পূর্ব এশিয়ার এ দেশটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধূত্বের আওতাধীনে নিয়ে আসতে বিশেষভাবে উল্লেখযোগ্য এ দুই সেনেট বিধায়কেরই ভূমিকা ছিলো গুরুত্বপূর্ণ । সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠককালে বর্মি নেতার প্রতি সাধুবাদ জানান প্রেসিডেন্ট ওবামা – ২ হাজার ১১ সালে দায়িত্বভার গ্রহন করার পর থেকে সাবেক এ সামরিক জেনারেল একটানা যে বেশ কয়েকটি নাটকিয় রাজনৈতিক ও অর্থনৈতিক সংষ্কার প্রবর্তন করেন প্রেসিডেন্ট ওবামা তার প্রশংসা করেন ।জবাবে বর্মি প্রেসিডেন্ট বলেন – আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি । তবে , যুক্তরাষ্ট্রের ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা , সহমর্মিতা প্রত্যাশা করি আমরা । বর্মার ওপর আরোপিত বিধিনিষেধের অধিকাংশই ওবামা প্রশাসন তুলে নিয়েছে । শুধু তাই নয় ওবামা প্রশাসন আরো এক ধাপ সামনের পানে এগিয়েও যেতে চান । মঙ্গলবার একটা চুক্তি সাক্ষরিত হচ্ছে যার মধ্যে দিয়ে বানিজ্য সম্প্রসারিত হবে , শ্রম মান উন্নিত হবে – বাড়বে বিনিয়োগও – বলছেন যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা ।