অ্যাকসেসিবিলিটি লিংক

কিয়েভের ঐক্যমিছিলে যোগ দেয় হাজার হাজার ইউক্রেনিয়


কিয়েভে আজ রোববার হাজার হাজার ইউক্রেনিয় ঐক্যমিছিলে শামিল হয়
কিয়েভে আজ রোববার হাজার হাজার ইউক্রেনিয় ঐক্যমিছিলে শামিল হয়
কিয়েভে আজ রোববার হাজার হাজার ইউক্রেনিয় ঐক্যমিছিলে শামিল হয়। একদিন আগে, রাশিয়ার বাহিনী ক্রাইমিয়ার শেষ প্রধান ইউক্রেনিয় সামরিক ঘাঁটি দখল করে নেয়।

শনিবার রুশ বাহিনী গুলি ছোঁড়ে এবং সামরিক যান নিয়ে বেলবেক বিমান ঘাঁটির গেইট ভেঙ্গে ঢুকে পড়ে। ইউক্রেনিয় সেনারা সেসময় কোন বাধা দেয়নি। ইউক্রেনিয় বাহিনী তাদের অস্ত্র-শস্ত্র ভান্ডারে তুলে রাখার আগে দেশের জাতীয় সংগীত গাইছিল। অন্তত একজন ইউক্রেনিয় সেনা আহত হয়।

রুশ সেনারা উপস্থিত কয়েকজন প্রতিবেদক এবং ক্যামেরাম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাদের সরঞ্জাম কেড়ে নেয়। তার মধ্যে ভয়েস অফ আমেরিকার সাংবাদিকরাও ছিলেন।

রুশ বাহিনী ইউক্রেনিয় নৌ ঘাঁটি নোভো-ফেদ্রফকারও দখল নিয়েছে।

বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ টেলিগ্রাফ পত্রিকায় লিখেছেন, বৃটেন ও তার মিত্রদের রাশিয়ার সঙ্গে নতুন সম্পর্কের জন্যে প্রস্তুত হতে হবে। এই সম্পর্ক হবে গত ২০ বছরের সম্পর্কের চাইতে আলাদা। এর আওতায়, সামরিক সহযোগীতা এবং রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির বিষয়টি খর্ব করা হবে।
XS
SM
MD
LG