অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও ইউক্রেন রাশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে


Members of a Crimean self-defense unit spot check a man's bag a street in Simferopol, Crimea, Ukraine, March 17, 2014.
Members of a Crimean self-defense unit spot check a man's bag a street in Simferopol, Crimea, Ukraine, March 17, 2014.
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেনের প্রতি যুক্রাষ্ট্রের দৃঢ় সমর্থন ব্যাক্ত করেন। সোমবার হোয়াইট হাউসে তিনি তার বক্তব্য রাখেন।

ইউক্রেন থেকে ক্রাইমিয়ার স্বাধীনতা এবং রাশিয়ার সঙ্গে সম্ভাব্য একীকরণের জন্য যারা রাজনৈতিক চাপ দিয়েছে তাদের সঙ্গে সংযোগ রয়েছে এমন ১১জন রুশ কর্মকর্তার সহায় সম্পত্তি জব্দ করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।

ওবামা প্রশাসন সোমবার ওই ঘোষণা করে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ও ইউক্রেনের ২১ জন কর্মকর্তার বিরুদ্ধে বানিজ্যি ও সফরের উপর নিষেধাজ্ঞা জারি করে।

এই পদক্ষেপ নেওয়া হয় কারণ ক্রাইমিয়ার আঞ্চলিক আইন পরিষদ ইউক্রেন এর কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেছে এবং রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার আবেদন জানিয়েছে। এক দিন আগে ক্রাইমিয়ায় গণভোটে, রুশ ফেডারেশনে যোগ দেওয়ার পক্ষে ভোট পড়ে।

ফেডারেশনে যোগ দেওয়ার জন্য যে অতিরিক্ত পদ্ধতি আছে তা নিয়ে আলোচনার জন্য, ক্রাইমিয়ার আইনপ্রনেতাদের এক প্রতিনিধি দল সোমবার মসকোয় যাচ্ছেন।
XS
SM
MD
LG