অ্যাকসেসিবিলিটি লিংক

চীনা শাসনের প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুর আত্মাহুতি


১০ই মার্চ তিব্বতী বিপ্লব দিবস বার্ষিকীর কদিন আগে বুধবার, তিব্বতী একজন বৌদ্ধ ভিক্ষু আগুনে আত্মাহুতি দিয়েছেন I তিব্বতী সূত্রে জানানো হয়েছে দুই সন্তানের জনক TSEKHO নামের এই ভিক্ষু বিকেল ৫টায় দেহে অগ্নি সংযোগ করে আত্মাহুতি দেন I ১০ই মার্চ ১৯৫৯ সালে তিব্বতী জনগণ চীনা শাসনের প্রতিবাদে বিপ্লবে অংশ নিয়েছিলেন এবং তিব্বতের স্বাধীনতা ঘোষণা করেন I

নির্ব্বাসিত তিব্বতী প্রেসিডেন্ট LOBSANG SANGAY আত্মাহুতিতে আরো একজন ভিক্ষুর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন I

XS
SM
MD
LG