কভিড মহামারী চলাকালীন ভার্চুয়াল রোগীরা প্রকৃত রোগীদের মতো বিভিন্ন্ ধরণের অসুস্থতার আচরণ করে নার্সিং শিক্ষার্থীদের প্রশিক্ষণ চালিয়ে যেতে সাহায্য করছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা টিনা ত্রিনহ তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে, শ্যাডো হেলথ নামক একটি ভার্চুয়াল প্রশিক্ষণ সিমুলে্শন নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মীদের জন্যই তৈরি করা হয়েছে। যেমন ধরুন, টিনা জোনস একজন ভার্চুয়াল রোগী এবং আপনি তার নার্স। সুতরাং রোগীকে সুস্থ করে তুলতে হলে আপনাকে নার্স হিসেবে এমন সমস্ত প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, বাস্তবে সত্যিকারের সেই রোগে অসুস্থ রোগীদের চিকিৎসা করার জন্য যেগুলির উত্তর জানতে হয়।
যেমন একজন ভার্চুয়াল রোগী যদি খুব মাথাব্যাথা নিয়ে আপনার কাছে আসে, তবে আপনাকে নার্সিং শিক্ষার্থী হিসেবে প্রশ্ন করতে হবে যে কখন তার মাথাব্যাথা হয়, এবং তার উত্তরে ভার্চুয়াল রোগী জানালো যে, পড়াশুনা করার সময়ই তার বেশি মাথাব্যাথা হয়।স্বাস্থ্য এবং বিজ্ঞান সম্পর্কিত নিবন্ধগুলির প্রকাশক সংস্থা এলসেভিয়ার সম্প্রতি শ্যাডো হেলথ অধিগ্রহণ বা অর্জন করেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে শেডো হেলথ ভার্চুয়াল প্রশিক্ষণ সিমুলে্শনের মাধ্যমে নার্সরা রোগীদের সাথে কীভাবে কথা বলছে বা লিখছে তার উপরই বেশি গুরুত্ব দিচ্ছে।
শ্যাডো হেলথ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ডেভিড মুসাইয়াস বলেন, "আপনাকে আসলে কথোপকথনটি জন রোগীর পরীক্ষা-নিরীক্ষা সাক্ষাৎকারের মাধ্যমে কিভাবে করছে, সেটা মূল্যায়ন করা এবং তা কতটা কার্যকরী হবে তাও নির্ণয় করা সম্ভব হয়। যেমন নার্সটি ভার্চুয়াল রোগীকে বলতে পারে আপনার মাথা ব্যাথা সম্পর্কে আমাকে আরও বলুন।তার উত্তরে রোগী বলল "যখন আমার এরকম মাথাব্যাথা হয় তখন এটি কেবল এক দিকে হয় এবং প্রচণ্ড ব্যাথা করতে থাকে।" শ্যাডো হেল্থ একটি নিরাপদ পরিবেশের সৃষ্টি করে যাতে শিক্ষার্থীরা অনুশীলন করতে এবং তাদের আত্মবিশ্বাস তৈরি করতে পারে।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক লরি রিলকো নার্সিংয়ের শিক্ষার্থীদের পড়াচ্ছেন এবং তিনি বলেন, "এই নার্সিং পাঠরতা শিক্ষার্থীরা অনুশীলন করতে পারেন যে, কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং কীভাবে জিজ্ঞাসা করতে হবে, যাতে করে রোগ নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি পাওয়া যায়।" শ্যাডো হেল্থ এর ভার্চুয়াল সিমুলেশনটিতে বাস্তব জীবনের লক্ষণগুলি সহ বিভিন্ন ধরণের রোগী এবং তাদের শারিরিক অবস্থা অন্তর্ভুক্ত করা রয়েছে।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক লরি রিলকো আরও বলেন, "নার্সিং পাঠরতা শিক্ষার্থীরা তাদের ভার্চুয়াল রোগীদের সত্যিকারের হার্ট বিট অর্থাৎ হৃত্স্পন্দন শুনতে পারে, এমনকি চোখ এবং কানের ভিতরটাও দেখতে পারে”।
যখন কোন ভার্চুয়াল রোগীর শারীরিক নির্যাতনের চিহ্ন উপস্থিত থাকে, তখন শিক্ষার্থীরা সংবেদনশীল আলোচনাও কিভাবে করতে হয়, সেটা শেখে।.শ্যাডো হেল্থের এই প্রযুক্তি মহামারী চলাকালীন শিক্ষার্থীদের নিরাপদে তাদের পড়াশোনা চালিয়ে যেতেও যথেষ্ট সাহায্য করছে।
এলসেভিয়ার প্রকাশক সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ব্রেন্ট গর্ডন বলেন, "শুধুমাত্র এই কোর্সের মৌলিক নির্দেশগুলির শিক্ষাই নয়, নিবন্ধিত নার্স হওয়ার জন্য যে কত ঘণ্টা ক্লিনিকাল শিক্ষা করার প্রয়োজন তাও এর অন্তর্ভুক্ত রয়েছে ।"
এমন একটা সময়ে যখন নার্সদের প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি অনুভূত হচ্ছে, তখন ভার্চুয়াল সিমুলেশনগুলি নার্সদের শিক্ষাব্যবস্থায় অনেক সুবিধে করে দিচ্ছে।