সাভার ভবন ধসের চতুর্দশ দিনে উদ্ধার তত্পরতা নিয়ে আলোচনা করেন মেজের জেনারেল হাসান সুহরাওয়ার্দি ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে । ঐ উদ্ধার তত্পরতা আরো ক’দিন চলবে বলে জানা গিয়েছে । ইতিমধ্যে ৬ শ’রও বেশি মৃতদেহ ঐ ধংসস্তুপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে । মেজর জেনারেল সুহরাওয়ার্দির সঙ্গে টেলিফোনে কথা বলেন ওয়াশিংটন স্টুডিও থেকে সরকার কবীরূদ্দীন ।savar rescue operation