ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকায় অন্ধকার যুগ আসতে পারে এমন আশংকা ব্যক্ত করে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে দলের নেতারা প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করার আহবান জানিয়েছেন।
করোনা মহামারী ও সম্ভাব্য অর্থনৈতিক মন্দা অবস্থার মধ্যে আমেরিকানদের নানা উদ্বেগ উৎকন্ঠায় ৩রা নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এ বছরের নির্বাচন।
নর্থ ক্যারোলাইনার শার্লটে সংকীর্ণ ও সংক্ষিপ্ত পরিসরে চলমান রিপাবলিকান দলের সম্মেলনের প্রথম দিন ২৪শে আগষ্ট সোমবার বক্তারা বলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে সমাজতান্ত্রিক মতবাদ ও বিশৃঙ্খল যুগের সূচনা হবে। অনেকেই সম্মেলনে ভার্চুয়ালী অংশ নিলেও অনেকে শার্লটে গিয়েছেন, অনেকে আবার অন্যান্য কয়েকটি রাজ্যের বিভিন্ন নির্ধারিত স্থান থেকে বক্তব্য রেখেছেন। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা ভিডিও বার্তায় তাঁদের বক্তব্য জানান।
রোড আইল্যান্ড রিপাবলিকান প্রতিনিধি লি এ্যান সেন্নিক বলেন, “রোড আইল্যান্ড রাজ্যের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে প্রেসিডেন্ট ডনাল্ড জে ট্রাম্পের পক্ষে ১৯ ভোট দিচ্ছে”।
সোমবারের উদ্বোধনী অধিবেশনের মূল কেন্দ্র হয়ে ওঠে ওয়াশিংটন। বক্তারা একের পর এক কোভিড মহামারী ও অর্থনীতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক কর্মকান্ড তুলে ধরেন। ডেমোক্র্যাটিক সম্মেলনের মতো রিপাবলিকান সম্মেলনেও আফ্রিকান আমেরিকান ও হিস্প্যানিক প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
ভারতীয় আমেরিকান ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হেলি বলেন্, “কৃষ্ণাঙ্গ ক্ষুদ্র ব্যবসায়ীরা, যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তারা সকলেই গুরুত্বপূর্ণ। যেসব কৃষ্ণাঙ্গ শিশু প্লে-গ্রাউন্ডে অস্ত্র সহিংসতার শিকার হয়েছে, সেটাও বিবেচনার বিষয়”।
করোনা মহামারী নিয়ন্ত্রণে যেসব সামনের কাতারের কর্মী কাজ করছেন, হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাদের বৈঠক তুলে ধরা হয়। তুলে ধরা হয় তাঁর সাফল্য; মনে করিয়ে দেয়া হয় রক্ষনশীল ফেডারেল বিচারকদের নিয়োগের কথা; বলা হয়, জো বাইডেন সেসব করবেন না।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “বামপন্থীরা দাবী করবেন, তিনি দারুণ বামপন্থী বিচারক নিয়োগ করবেন সুপ্রিম কোর্টে। আপনাদের আমেরিকান স্বপ্নের মৃত্যু হবে”।
ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন ট্রাম্প মহামারীর মধ্যে ডাক বিভাগকে দুর্বল করার চেষ্টা করছেন যাতে ডাকে বাইডেনের ভোট কমে এবং তিনি পুনরায় নির্বাচিত হতে পারেন। ট্রাম্প বলেন ডেমোক্র্যাটরা ডাকযোগে ভোট দেয়ায় উৎসাহিত করছে, যাতে নির্বাচনে প্রতারণা করা যায়, “এটা হবে রাজনীতির ইতিহাসে, শুধু আমাদের দেশের জন্যেই নয়; সবচেয়ে বড়ো কেলেংকারী। তারা এমন ভাব করছে যেনো তারা দু:খিত”।
রিপাবলিকান সম্মেলনের দর্শকদেরকে মনে করিয়ে দেয়া হয় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে। সেন্ট লুইসের যে দম্পতি আন্দোলনকারীদের প্রতি বন্দুক তাক করেছিলেন, সেই প্যাট্রিশিয়া ম্যাকক্লোস্কি কথা বলেন, “সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে দিয়েও তারা খুশী নয়; তারা শহর উপশহরগুলো ধ্বংস করতে চায়”।
৩রা নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ন হয়ে উঠবে মিশিগানের মতো কয়েকটিরাজ্যের ভোট যারা অনেকখানি দোদুল্যমান । মিশিগানের রিপাবলিকান প্রতিনিধি রব ষ্টিল বলেন, “গতবারের চেয়ে এবার মিশিগানে তিনি বেশী ভোট পাবেন বলে আমার বিশ্বাস। জ্বালানী নীতি ও শিল্প উৎপাদন নীতি, নতুন বানিজ্য চুক্তি, এর সবকিছুই মিশিগানের জন্যে এবং মধ্য পশ্চিমাঞ্চলের জন্যে অত্যন্ত ফলদায়ক হয়েছে। নির্বাচনের প্রায় দুই মাস বাকী। সম্মেলনের পরে শুরু হবে আনুষ্ঠানিক বিতর্ক ও প্রচারণা অভিযান।