পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, সিন্ধু প্রদেশে একটি সংখ্যালঘু শিয়া মসজিদে জুম্মার নামাজের সময় শক্তিশালী একটি বোমা বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হয়েছে। ঐ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫০ জন। বন্দর নগরী করাচীর ৪৭০ কিলোমিটার উত্তরে শিকারপুর এলাকার লাকিদার অঞ্চলে বিস্ফোরণটি ঘটে। ঐ ঘটনায় আহত অনেকের অবস্থাই আশংকাজনক এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তাৎক্ষণিক ভাবে ঐ ঘটনার দায়িত্ব কেউ স্বীকার করেনি। সেখানকার সুন্নী মুসলমান কট্টরপন্থীরা শিয়াদের ধর্মীয় প্রতিষ্ঠানগু্লো লক্ষ্য করে প্রায়শঃই হামলা চলিয়ে থাকে।