অ্যাকসেসিবিলিটি লিংক

মুম্বইয়ে ২৬-১১-র সন্ত্রাসবাদী আক্রমণের যেন হুবহু নকল ঘটনা ঘটে গেল ২৩/১১-য় প্যারিসে


এ এক অদ্ভুত মিল। কয়েক বছর আগে মুম্বইয়ে ২৬-১১-র সন্ত্রাসবাদী আক্রমণের যেন হুবহু নকল ঘটনা ঘটে গেল ২৩/১১-য় প্যারিসে। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মিল দেখে বেশ অবাক। মুম্বইয়ের মত প্যারিসেও আক্রমণকারীরা দুটি দলে ভাগ হয়ে সন্ত্রাসলীলা চালিয়েছে। অবশ্য মুম্বইতে মৃত্যু আড়াইশো ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু ভারতে যে যে কোনও দিন ফের নেমে আসতে পারে সন্ত্রাসবাদী আক্রমণ, সে বিষয়েও সতর্ক করে দিচ্ছেন তাঁরা। সমস্যা হল, অনেক দিন বড় কোনও ঘটনা না ঘটলে নিরাপত্তা সংস্থাদের মধ্যে ঢিলেমি এসে পড়ে। আর তার ফাঁকেই নতুন করে সন্ত্রাসের ঘটনা ঘটে যায়। দেশের দুই প্রাক্তন স্বরাষ্ট্র সচিব এল সি গয়াল আর আই কে পিল্লাই সতর্ক করে দিয়ে রবিবার বলেছেন, নিরাপত্তা কর্তাদের মনে রাখা দরকার, কোনও রকম ঢিলেমি চলবে না। আর, নিরাপত্তা নিয়ে মহড়া চালিয়ে যেতেই হবে। সব প্রস্তুতি সত্বেও পৃথিবীতে কোথাও ১০০ শতাংশ নিরাপত্তা নিশ্চিত করা যায় না। তবু তৈরি তো থাকতেই হয়। যতটা সম্ভব সাবধানতা নেওয়া যায়, তা তো নিতেই হবে।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG