অ্যাকসেসিবিলিটি লিংক

পুরুষের বহু বিবাহের অধিকার মুসলিম মহিলাদের পক্ষে অসম্মানজনক ভারতের সুপ্রিম কোর্ট বেঞ্চ


মুসলিম ব্যক্তিগত আইনে পুরুষের যে বহু বিবাহের অধিকার রয়েছে, তা মুসলিম মহিলাদের পক্ষে অসম্মানজনক বলে মন্তব্য করল সুপ্রিম কোর্টের বিচারপতি এ আর দাভে ও বিচারপতি এ কে গোয়েলের বেঞ্চ। প্রধান বিচারপতির প্রতি তাঁদের অনুরোধ, ওই আইনে প্রয়োজনীয় সংশোধন আনবার জন্য বিশেষ একটি বেঞ্চ গঠন করা হোক। তাঁদের আরও মত, বিবাহ ও সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত নিয়মগুলি ইসলামের মূল ধর্মীয় বিধিগুলির অন্তর্গত নয়। অতীতে হিন্দু সংস্কার উপেক্ষা করেই যেমন সতীদাহ প্রথার অবসানে আইন প্রণয়ন করা হয়েছিল, তেমন ভাবেই মুসলিম ব্যক্তিগত আইন সংশোধনে আইনি হস্তক্ষেপ দরকার। ভারতীয় সংবিধান দেশের প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে। তা উপেক্ষা করে কোনও ধর্মের নিজস্ব আইন চলতে পারে না বলেই মন্তব্য করেছে এই বেঞ্চ। বহু বিবাহ বিধি সমাজের সাধারণ নীতিবোধকে আহত করে বলেই এই দুই বিচারপতির মত।

সরাসরি লিংক

XS
SM
MD
LG