রবিবার কর্মকর্তারা জানান, ভারী বর্ষণে ভুমিধ্বসে কয়েকটি ভবন ধ্বসে গেলে মুম্বাইয়ের ৩টি শহরতলিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছেI আবহাওয়ার পূর্বাভাসে আরো ভারিবর্ষণের খবর দিয়ে বলা হয় কর্তৃপক্ষ ঝুঁকিতে থাকা লোকজনদের অন্যত্র সরিয়ে নিতে পারেনI
স্থানীয় টেলিভিশনে উদ্ধারকর্মীদের বেঁচে থাকা লোকজনদের তল্লাশিতে হাত দিয়ে মাটি খুঁড়তে দেখা যায় I কর্তৃপক্ষ জানান, আরো অনেকেই হয়তোবা ধ্বংসস্তুপের নিচে চাপা পরে থাকতে পারেনI জরুরি ত্রাণকর্মীরা সরু পথ দিয়ে আহতদের ট্রেচারের কাছে নিয়ে যানI
গত ২৪ ঘন্টায় মুম্বাইয়ের কতগুলি এলাকা ভারী বর্ষণের কারণে বন্যায় প্লাবিত হয়েছে, যা একেজো করে দিয়েছে মুম্বাইয়ের ব্যস্ততম অর্থনৈতিক বাণিজ্য রাজধানীকেI আবহাওয়া দপ্তর জানায় বৃহৎ শহর মুম্বাই ও ভারতের মহারাষ্ট্র শিল্প রাজ্যের উপকূলজুড়ে আগামী ৪দিন ধরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছেI
রয়টার মাধ্যমের সহযোগী সংস্থা, ANI সংবাদ মাধ্যমের টুইটারে রাজ্য মন্ত্রী নওয়াব মালিক'র উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি বলেছেন,"যারা এই ভয়ংকর পরিস্থিতিতে বসবাস করছেন, তাদেরকে অতিসত্তর আমরা স্থায়ী বসতিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছি"I
জুলাই-সেপ্টেম্বর মরশুমে ভারতে সাধারণত বেশি দিনের বা যেআইনিভাবে গড়া ভবনগুলিকে ভেঙে পড়তে দেখা যায়I কর্তৃপক্ষ গত ২৪ ঘন্টায় কর্তৃপক্ষ মুম্বাই এলাকায় ১১টি বাড়ি বা দেয়াল ধ্বসের খবর দিয়েছেনI
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটার বার্তায় সমবেদনা জানিয়ে নিহতদের সহায়তায় সাহায্যের কথা ব্যক্ত করেছেনI