যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবেশ বিষয়ক বিশেষ দূত জন কেরি তিন দিনের ভারত সফরে গতকাল রাতে দিল্লিতে এসে পৌঁছোন। আজ সকাল থেকেই তাঁর কর্মব্যস্ত দিন শুরু হয়ে গিয়েছে নানা জনের সঙ্গে আলোচনায় কী ভাবে পৃথিবীকে দূষণমুক্ত করা যায়, তার উপায় বের করতে।
আগামী ২২ ও ২৩শে এপ্রিল প্রেসিডেন্ট বাইডেন ৪০টি দেশের নেতাদের ভার্চুয়াল পরিবেশ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। জন কেরির এই সফর তারই প্রস্তুতি পর্ব বলা যায়। এ বারের পরিবেশ সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে আমরা জানতে চেয়েছিলাম বিশিষ্ট পরিবেশবিদ জয়ন্ত বসুর কাছে। কলকাতার বিশিষ্ট পরিবেশবিদ জয়ন্ত বসু আসন্ন পরিবেশ সংক্রান্ত শীর্ষ সম্মেলন নিয়ে অনেক তথ্য জানালেন। আগামী দিনে আবারও তাঁর কাছে ফিরে আসব আরও কিছু জানার জন্য।