ছবিতে ভারতের নয়াদিল্লি থেকে ৭০ মাইল দক্ষিণে অবস্থিত বরসানা এবং নন্দগাঁওয়ের গ্রামবাসীদের নন্দগ্রাম মন্দিরে হোলি উৎসবে অংশ নিতে দেখা যাচ্ছে। রবিবার, ৯ মার্চ, ২০২৫।
'হোলি', হিন্দুদের রঙের উৎসব হিসেবে ব্যাপকভাবে পরিচিত। ভারত, নেপাল এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলির পাশাপাশি প্রবাসীদের কাছেও হোলি বসন্তের আগমনী বার্তা দেয়।
এটি হিন্দু দেবতা কৃষ্ণ এবং তার প্রেমিকা রাধার মধ্যে ঐশ্বরিক প্রেমের উদযাপন। সেইসাথে যা কিছু মঙ্গলজনক তাকে স্বাগত জানানো ও নেতিবাচক শক্তিকে বিসর্জন দেয়া হয় হোলির মাধ্যমে।