অ্যাকসেসিবিলিটি লিংক

এই স্বাধীনতা দিবসে আসিফ মুনিরের আশাবাদ


আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে , এই দিনে এবং সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি নিয়ে , শহীদ অধ্যাপক মুনির চৌধুরীর ছেলে , প্রজন্ম একাত্তরের সহসভাপতি এবং বিশিষ্ট সাংস্কৃতিক ও উন্নয়নকর্মি আসিফ মুনির কথা বলেছেন , ভয়েস অফ আমেরিকার সঙ্গে । এই একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন যে এ বারের স্বাধীনতা দিবসকে তিনি দেখছেন ভিন্ন আলোকে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রজন্ম চত্বরের যে সমাবেশ তিনি দেখেছেন , তাতে তিনি আশার আলো দেখতে পান।

আসিফ মুনির বলেন যে দশ বছর আগে তাঁর মনে যে এক ধরণের নৈরাশ্য ছিল , স্বাধীনতার চেতনা সম্পর্কে , যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে , সেটি সাম্প্রতিক ঘটনায় দূর হয়েছে। তিনি বলেন যে হয়ত এই আন্দোলনে ত্রুটি বিচ্যূতি থাকতে পারে কিন্তু এটি যে যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে একটি গণজাগরণ মঞ্চ তৈরি করতে পেরেছে সেটিই এই মূহুর্তের বড় পাওয়া । আসিফ আরও বলেন যে ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সত্য-মিথ্যা সম্পর্কে বাছাই করতে সাহায্য করছে। তিনি বলেন যে কেবল শাহবাগ চত্বর নয় , গত কয়েক বছরে সমাজে , সংস্কৃতিতে , পোশাকে যে পরিবর্তন এসছে , যেখানে স্বাজাত্য বোধ ফুটে উঠেছে , তাতে এই আশার সঞ্চার হয় যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে ভুলে যায়নি । বিস্তারিত শুনুন তাঁরই কন্ঠে এই সাক্ষাৎকারে।
XS
SM
MD
LG