অ্যাকসেসিবিলিটি লিংক

এ্যালাব্যামা রাজ্যের অবর্ন য়ুনিভার্সিটির গনসংযোগ বিভাগের প্রধান প্রফেসার সিরাজুল ইসলাম ভূঁইয়ার সাক্ষাত্কার ।


যুক্তরাষ্ট্রের এ্যালাব্যামা রাজ্যের অবার্ণ য়ুনিভার্সিটিতে গণ-সংযোগ বিভাগের প্রধান ডক্টর সিরাজুল ইসলাম ভুঁইয়া সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলেন , বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ব্যাঙ্কের অর্থায়নে পরিচালিত শিক্ষা সংশ্লিষ্ট প্রকল্পের কাজে । প্রায় ন’ শ’ কোটি টাকা বা ৮ কোটি ১০ লক্ষ ডলার ব্যয়ে পরিচালিত ঐ প্রকল্পের নাম উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্প বা higher education quality enhancement project . এই প্রকল্প নিয়ে কথা বলতেই প্রফে সার সিরাজুল ইসলাম ভুঁইয়ারএই সাক্ষাত্কাটি নেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG