ভারতে আজ হিন্দু পঞ্জিকা অনুযায়ী মকর সংক্রান্তির পূণ্য লগ্নে প্রয়াগসঙ্গমে আর সাগরসঙ্গমে লাখ লাখ মানুষ স্নান করেছেন।
মাত্র কয়েক দিন আগে তিনি চেনা শহর এলাহাবাদের নাম বদলে করে দিয়েছেন প্রয়াগরাজ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার অর্ধ কুম্ভকে পূর্ণ কুম্ভের মর্যাদা দিতে তাকে মহা কুম্ভ বলে ঘোষণা করে দিলেন।
প্রতি বারো বছর বা একযুগ পরে হয় পূর্ণ কুম্ভ, আর ছ'বছর অন্তর হয় অর্ধ কুম্ভ। তাই বিরোধী দল কংগ্রেসের বক্রোক্তি, এই ভাবে কি বিজেপি হিন্দু ভোট টানার চেষ্টা করছে? নাকি যোগী আর পরের কুম্ভ মেলার তদারকি করার সুযোগ পাবেন না বুঝে অর্ধকেই পূর্ণ করে দিলেন!
লাখ লাখ পূণ্যার্থী অবশ্য এই সব রাজনৈতিক কচকচি আর কনকনে ঠান্ডার তোয়াক্কা না করে ভোরের আলো ফোটা মাত্র মকর সংক্রান্তির পূণ্য লগ্নে প্রয়াগে গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর পবিত্র সঙ্গম স্থলে জলে ডুব দিয়ে স্নান সেরে নিয়েছেন।
একই দৃশ্য দেখা গেল পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলায়। সেখানেও ভারতের নানা প্রান্ত থেকে আসা ভক্তের দল গঙ্গা আর সাগরের সঙ্গমে ডুবস্নান দিয়েই ছুটেছেন কপিল মুনির মন্দিরে পুজো দিতে।