ভারতে কাজ করাতে গেলে ঘুস দিতে হয়, তা নতুন কথা নয়। কিন্তু, সেই ঘুসের বহরটা বোঝবার জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রক যে সমীক্ষা করবার দায়িত্ব দিয়েছিল ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চ সংস্থাকে, তাদের রিপোর্ট সত্যিই চমকে দেওয়ার মত। দেখা যাচ্ছে, ভারতের শহরের মানুষকে বছরে গড়ে ৪,৪০০ টাকা ও গ্রামের মানুষকে গড়ে ২,৯০০ টাকা ঘুষ দিতে হয়। প্রকল্পের কাজের জন্য ঠিকাদারদের তো বটেই, চাকরি পেতে গেলে ও বদলির জন্যও চাই ঘুষ। গরীব মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পেতেও ঘুষ। পুর পরিষেবা আর ট্রাফিক পুলিশ তো ঘুষ ছাড়া কথাই বলে না।
এই সমীক্ষার লক্ষ্য হল, দেশে কালো টাকা কি ভাবে ছড়িয়ে পড়ছে, তার শেকড়ে পৌঁছনো। ঘুষ-প্রাপক কালো টাকা জমান। সেই টাকা পাহাড়-প্রমাণ হলে সরকারের নজর এড়াতে তা পাঠাতে হয় স্যুইস ব্যাঙ্কে। গড় ভারতীয়ের রোজকার জীবনে ঘুষ না দিয়ে উপায় নেই।
এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে প্রতিবেদক গৌতম গুপ্ত।