অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে হাইওয়ের দুই পাশের সব পানশালা বন্ধ


Workers clean debris after a bus crashed into a highway barrier and erupted in flames, Mehabubnagar, Andhra Pradesh, India, Oct. 30, 2013.
Workers clean debris after a bus crashed into a highway barrier and erupted in flames, Mehabubnagar, Andhra Pradesh, India, Oct. 30, 2013.

ভারতে সুপ্রিম কোর্টের রায়ের ফলে, হাইওয়ের দুই পাশে ৫০০ মিটারের মধ্যে সব পানশালা আর মদের দোকান বন্ধ হয়ে গেছে। পয়লা এপ্রিল থেকে তা কার্যকর হয়। আদালতের রায় এবং এই শিল্পে ও অর্থনীতিতে এর প্রভাব ইত্যাদি বিষয়ে নিয়ে আমরা কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে কথা বলেছি। স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন শাগুফতা নাসরিন কুইন।

please wait

No media source currently available

0:00 0:07:10 0:00

XS
SM
MD
LG