ভারতে স্কুলে যাওয়া শিশুদের ব্যাগের বোঝা কমাতে এবার সরাসরি নির্দেশিকা জারি করলো মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। প্রতিটি ক্লাসে ব্যাগের ওজন নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এই নির্দেশের পাশাপাশি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়ে দিয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের দেওয়া যাবে না কোন হোমওয়ার্ক। তার জন্য কোন ক্লাসে কোন বিষয় কীভাবে পড়ানো হবে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ক্লাস ভিত্তিতে ব্যাগের যে ওজন হওয়া প্রয়োজন সেই নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছে ঐ মন্ত্রক। সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির বিদ্যালয়ে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে মন্ত্রক।