অ্যাকসেসিবিলিটি লিংক

দূষণ থেকে ২০১৫ সালে ২৫ লক্ষ ভারতীয়র মৃত্যু-ল্যান্সেট


আন্তর্জাতিক গবেষণা সংস্থা, ল্যান্সেট কমিশন অন পলিউশন অ্যান্ড হেলথ জানিয়েছে, হরেক রকমের দূষণ থেকে ২০১৫-য় ২৫ লক্ষ ভারতীয়ের মৃত্যু হয়েছে। এর মধ্যে বায়ুদূষণ থেকে ১৮ লাখ, জলদূষণ থেকে দেড় লাখ ইত্যাদি। সারা বিশ্বে দূষণজনিত মোট মৃত্যুর ২৫ শতাংশেরও বেশি কেবল ভারতে। তবে ভারত সরকার এই রিপোর্টকে গুরুত্ব দিতে রাজি নয়। সম্প্রতি সুপ্রিম কোর্টে এক মামলায় পরিবেশ মন্ত্রক দাবি করেছে, কোনও

একটি নির্দিষ্ট দূষণের জন্যই কারুর মৃত্যু হয়েছে, এ কথা নিশ্চিত করে বলা কঠিন। তাই ল্যান্সেট কমিশনের রিপোর্ট সম্পর্কেও শীর্ষ আদালত যেন সেই অনিশ্চিয়তার কথাটা মনে রাখে। শুধু এই রিপোর্ট নয়, যে কোনও আন্তর্জাতিক গবেষণা রিপোর্ট সম্পর্কেই ভারত সরকার সন্দিহান।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG