সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকার স্বার্থ দেখাটাই তাঁর সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়, তবে যুক্তরাষ্ট্র সব সময়ে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। তিনি আরও বলেছেন যে আমেরিকা ফার্স্ট অর্থাৎ আমেরিকার অগ্রাধিকারের বিষয়টা তিনি সব সময় বলবেন কিন্তু তার মানে এ নয় যে আমেরিকা একাই চলবে। ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার জন্য, সরাসরি ঢাকা থেকে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, ড মাহবুবুল মোকাদ্দেম আকাশ ।
অধ্যাপক আকাশ ট্রাম্পের সংরক্ষণবাদী অর্থনৈতিক নীতির পাশাপাশি, বিশ্বায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।