অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থার অবনতি


করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থার আজ অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। তাঁকে সব সময়ই অক্সিজেন নিতে হয় এবং বাড়িতে মোটামুটি সব রকম আপৎকালীন চিকিৎসা সরঞ্জাম থাকে। কিন্তু তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যেরও করোনা ধরা পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল।

সরাসরি লিংক

গতকালই তিনি ছাড়া পেয়ে বাড়িতে ফিরে আসেন, আর আজ সকালেই বুদ্ধদেবের অক্সিজেনের মাত্রা ৯০-এর নীচে নেমে যাওয়ায় ডাক্তারদের পরামর্শে তাঁকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করাতে হয়। বুদ্ধবাবুর দীর্ঘদিনের শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে বলে তাঁকে অক্সিজেনের উপরে নির্ভর করে থাকতে হয়। বাড়ি থেকে বাইরে বেরোতেই পারেন না। গত বছর অক্টোবর মাসেও গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে একটু ভালো হতেই তিনি জোর করে বাড়ি ফিরে যান। তাঁর শারীরিক অবস্থার জন্য ডাক্তাররা সঙ্গে সঙ্গে ছ'জনের মেডিক্যাল বোর্ড বসিয়েছেন। তাঁর বুকে সিটি স্ক্যান করা হয়েছে। এখন পর্যন্ত খবর, তাঁর অবস্থা স্থিতিশীল।

XS
SM
MD
LG