অ্যাকসেসিবিলিটি লিংক

সারনায়েভের ছোটোভাই যোখার বস্টন বোমা বিস্ফোরণ ঘটনায় ব্যাপক ধংসযোগ্য মারনাস্ত্র ব্যবহারের দায়ে অপরাধি প্রমানিত হলে তার মৃত্যুদন্ড হতে পারে


বসটন ম্যারাথন বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন অপরাধি তামেরলান সারনায়েভ রাশিয়ার দাগেস্তান ও চেচনিয়া প্রদেশে গত বছর ৬ মাসের অবস্থানকালে কি করছিলেন , কি করেছিলেন সে সম্পর্কে তাঁর সঙ্গে কথা বলার সময় খোঁজখবর ঠিকঠাক নেওয়া হয়নি – কথাটা কতোখানি সঠিক এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিধায়কেরা সে সম্পর্কে গোয়েন্দা বিভাগের পদস্থ কর্তাব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন । গত সপ্তাহে বসটন পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে সারনায়েভ নিহত হন । রূশ কর্মকর্তারা এফ বি আইকে সে সময় জানিয়েছিলেন , ২৬ বছর বয়সি সারনায়েভের উগ্রবাদিদের সঙ্গে যোগসূত্রিতা থেকে থাকতে পারে । এফ বি আই সেসময় সারনায়েভকে সম্ভাব্য কোনো হূমকি হিসেবে চিহ্নিত করেনি । কংগ্রেসের সেনেট সভায় , গোয়েন্দা বিভাগিয় ইন্টালিজেন্স কমিটির চেয়ারে রয়েছেন সেনেটর ডায়েন ফাইনস্টাইন । মঙ্গলবার তাঁর ঐ প্যানেল এ সম্পর্কে খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন তিনি । নিরাপত্তা বিভাগিয় কর্মকর্তারা মঙ্গলবার প্রতিনিধি পরিষদকেও এ সম্পর্কে অবহিত করবেন – সেনেটের পূর্ণাঙ্গ সভাকে এ ব্যাপারে জানাবেন তাঁরা এ সপ্তাহেই ।
ইতিমধ্যে , সারনায়েভের ছোটোভাই যোখার বস্টন বোমা বিস্ফোরণ ঘটনায় ব্যাপক ধংসযোগ্য মারনাস্ত্র ব্যবহারের দায়ে অপরাধি প্রমানিত হলে তার মৃত্যুদন্ড হতে পারে । গত সপ্তাহের ঐ ঘটনায় তিন ব্যক্তি প্রাণ হারান – আহত হন ২ শ’য়েরও বেশি মানুষ ।
XS
SM
MD
LG