অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গমেলা: কেন্টাকির লুইভিলে অবস্থিত অ্যাক্টার্স থিয়েটার হয়ে উঠেছিল বাঙালির মিলন ক্ষেত্র


যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিলে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গমেলা।শনিবার বঙ্গমেলা ছিল নানান আয়োজনে পরিপূর্ণ । একদিকে যেমন ছিল বিভিন্ন আমন্ত্রিত শিল্পিদের পরিবেশিত গান, অন্যদিকে ঠিক তেমনি ছিল, যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য থেকে আসা শিল্পিদের অসাধারণ পরিবেশনা এবং খোদ কেন্টাকির শিল্পিদের অনুষ্ঠান । কেন্টাকির লুইভিল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই অ্যাক্টার্স থিয়েটার হয়ে উঠেছিল বাঙালির মিলন ক্ষেত্র। নানান রঙ্গের শাড়ি এবং পাঞ্জাবি পরা বাঙালিরা যখন, বলা যায় অনেকটা মিছিল করেই রাস্তা পেরিয়ে অ্যাক্টর্স থিয়েটারের দিকে যাচ্ছিলেন, তখন মনে হচ্ছিল এ বুঝি বাংলাদেশেরই মেলার দৃশ্য।

তবে বঙ্গমেলা বললেও, এটাকে ঠিক আক্ষরিক অর্থে মেলা বলা যায় না । এটি মুলত এক ধরণের সাংস্কৃতিক সম্মিলন । সেই জন্য সঙ্গীত ও নৃত্য পরিবেশনা ছিল অনুষ্ঠানের প্রধান দিক। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন লুইভিল থেকে আনিস আহমেদ

please wait

No media source currently available

0:00 0:06:15 0:00

XS
SM
MD
LG