ভারতের নৌ বাহিনীর সেনারা একটি ডুবো জাহাজের ভেতর থেকে ৩ জনের মৃতদেশ উদ্ধার করেছে। এই সপ্তাহের গোড়ার দিকে মুম্বাইএর নৌ বন্দরে এইটি ডুবো জাহাজে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে সেখানে ১৮ জন সেনা আটকে পড়ে।
শুক্রবার নৌ বাহিনী ওই দেহগুলো উদ্ধার করে।
কর্মকর্তারা বলছেন আরো যে ১৫ জন নাবিক রয়েছেন তারা সম্ভাবত জীবিত নেই। নৌবাহিনী জানিয়েছে তারা মৃতদেহ সনাক্ত করার কাজে তারা “DNA”পরীক্ষা করবে।
ডুবো জাহাজটি কিছুটা পানির নীচে থাকার সময় বুধবার বিস্ফোরণটি ঘটে। কাছের নৌযানের কিছু নাবিক ঐ ঘটনায় আহত হয় এবং তাদের চিকিতষ্যার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।