এখন থেকে আর নির্দলীয় ভিত্তিতে নয়, স্থানীয় সরকারের ৫টি স্তরেই নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় ভিত্তিতে এবং দলীয় প্রতীকে। আর দলীয় ভিত্তিতে প্রথম স্থানীয় সরকার নির্বাচন 'পৌরসভা নির্বাচন' অনুষ্ঠিত হবে ডিসেম্বরের মধ্যে।
আইনী বাধ্যবাধকতা অর্থাৎ মেয়াদ শেষ হওয়ায় দেশের ৩২৩টি পৌরসভার মধ্যে ২৪৫টিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। তবে বিরোধী দল বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। কবে নাগাদ সিদ্ধান্ত হবে সে বিষয়েও কেন্দ্রীয় নেতারা কিছু বলতে পারছেন না। বিএনপির তৃণমূল পর্যায়ে নির্বাচনের একটি আবহাওয়া বইতে শুরু করলেও বৈরী রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের জন্য পরিস্থিতি বেশ জটিল বলে বলেছেন স্থানীয় নেতারা।নতুন আইন অনুযায়ী ৪ হাজার ৫৫৩টি ইউনিয়ন পরিষদ, ৪৮৮টি উপজেলা, ৬৪টি জেলা পরিষদ ও ১১টি সিটি করপোরেশন নির্বাচন দলীয় ভিত্তিতে এবং প্রতীকে অনুষ্ঠিত হবে। বিরোধী দল বিএনপি দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে আইনের তীব্র বিরোধীতা করে আসছে। ঢাকা থেকে আমীর খসরু।