অ্যাকসেসিবিলিটি লিংক

 
বাংলাদেশ সরকারের প্রতি বিদেশীদের নিরাপত্তা প্রদান এবং হত্যাকান্ডের দ্রুত বিচারের আহবান

বাংলাদেশ সরকারের প্রতি বিদেশীদের নিরাপত্তা প্রদান এবং হত্যাকান্ডের দ্রুত বিচারের আহবান


একজন ইটালীয় এবং একজন জাপানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার মঙ্গলবার ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতগণ বৈঠকে সারাদেশে বিদেশীদের জন্য বাড়তি নিরাপত্তা প্রদান এবং হত্যাকান্ডের দ্রুত বিচারের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। বৈঠক শেষে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এবং কূটনৈতিক কোরের ডিন রবার্ট গিবসন বলেন, হত্যাকান্ডের দ্রুত বিচারের জন্য সুষ্ঠু এবং ব্যাপকতর তদন্ত এবং বাড়তি নিরাপত্তার কথা বলেছি। সরকার আমাদের আশ্বস্ত করেছে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, দোষীদের দ্রুত বিচারের ব্যবস্থা করা হচ্ছে। রাষ্ট্রদূতগণ আশ্বস্ত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আইএস-এর দাবির কোনো সত্যতা খুজে পাওয়া যায়নি। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন।
এদিকে জাপানি নাগরিক হত্যা তদন্তে জাপান পুলিশের চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। ..ঢাকা থেকে আমীর খসরু

সরাসরি লিংক

XS
SM
MD
LG