অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল: প্রধান উপদেষ্টার প্রেস উইং


ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ৭ জানুয়ারি, ২০২৫।
ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ৭ জানুয়ারি, ২০২৫।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

একইসঙ্গে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২০ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের উপস্থিতিতে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের ব্রিফ করেন।

যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন বলে উল্লেখ করা হলেও বাকিদের নাম প্রকাশ করেনি প্রেস উইং।

৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে আশ্রয় নেয়ার পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এর পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

অধিকাংশ মামলায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ছাড়াও তার সরকারের সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের নেতা, পুলিশের সাবেক আইজি, ডিএমপির সাবেক কমিশনারসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সাংবাদিকসহ অনেককে আসামি করা হয়েছে।

ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

XS
SM
MD
LG