বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীসহ কর্তৃপক্ষীয়ভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে বলে দাবি করা হলেও, বাস্তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি নতুন রোগীর সংখ্যা বাড়ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি নতুন রোগীর সংখ্যা ১ হাজার ৯২৯ জন। বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে মৌসুমি নামে এক গার্মেন্টস কর্মী, চাঁদপুরে সিয়াম নামে এক মাদ্রাসা শিক্ষার্থী ও মাগুরায় জয়নাল শরীফ নামে একজনসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ২ দিনে একটি শিশু, ২ জন শিক্ষার্থীসহ ৬ জন মারা গেলেন ডেঙ্গুতে।
স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, ডেঙ্গু রোগের বিস্তার রোধে নানা চ্যালেঞ্জ রয়েছে বর্তমানে।