ভারতের রাজধানী দিল্লিতে টানা চার দিন ধরে চলা সংঘর্ষে কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত দু'শো জন। গত রবিবার সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি মিছিল থেকে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে তা ছড়িয়ে পড়ে। ঐ সংঘর্ষের নানা দিক এবং দক্ষিণ এশিয়ায় ধর্মীয় রাজনীতির প্রভাব জানতেই আজকের আলাপন।
আজকে অতিথি ছিলেন দিল্লি থেকে অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক অধ্যাপক অমিতাভ বসু, দিল্লীতে বসবাসকারী কলামিস্ট অধ্যাপক সায়নদেব চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক আমেনা মহসিন। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।