ভারতের পশ্চিমবঙ্গে ২০২০ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই তাতে দেখা যাচ্ছে, এ বছর রেকর্ড প্রায় ২১ লাখ নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। যা গত কয়েকটি বছরের তুলনায় বেশি।
গত ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হয়েছে, সেই নতুন ভোটারের নাম ওঠার ক্ষেত্রে বৃদ্ধির হার হল ৩.০৮ শতাংশ। এর আগে কখনো এই বৃদ্ধির হার ৩ শতাংশে পৌঁছায়নি।
এনআরসি, সিএএ’র আতঙ্কেই এবার ভোটার তালিকায় নাম তোলার হিড়িক পড়ে গিয়েছিল বলে অভিমত ওয়াকিবহাল মহলের। ভোটার তালিকায় নাম না থাকলে যদি কেন্দ্রীয় সরকার কোন ব্যবস্থা নেয়, এই আতঙ্কে নাম তোলা ও সংশোধনের জন্য সকলেই উদ্যোগী হয়ে ওঠেন বলে অভিমত সাধারণ মানুষের।
নাম তোলা, বাদ দেওয়া ও সংশোধনের জন্য ৮০ লাখ আবেদন জমা পড়েছিল। সেটাও অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। শুধু নাম তোলার ক্ষেত্রে রেকর্ড নয়, নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার নাম বাদ দেওয়ার সংখ্যাও অন্য কয়েক বছরের তুলনায় অনেক বেশি। সেই সংখ্যা হল ২ লাখ ৭৪ হাজার ৭৫৫। এবার অবশ্য নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছিল নির্বাচন কমিশন।