আসিয়ানভুক্ত দেশগুলোর বর্তমান ও সাবেক পার্লামেন্ট সদস্যদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস বুধবার এক বিবৃতিতে মিয়ানমারের নেত্রী অং সান সুচির তীব্র সমালোচনা করে বলেছে, এক সময়ের গণতন্ত্রের চ্যাম্পিয়ন এখন কিভাবে রোহিঙ্গাদের মানবাধিকার লংঘনের ব্যাপারে যে অভিযোগ আনা হয়েছে তাকে উল্টিয়ে দিতে এবং বাঁধাগ্রস্ত করতে চাইছেন- তা দুঃখজনক ও হতভম্ব করার মত ঘটনা। মিয়ানমারের নেত্রীর আইসিজেতে শুনানীতে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতেই সংস্থাটি এই বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে।
এদিকে, মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী দেশটির সেনাবাহিনীর মুখপাত্রের বরাতে জানিয়েছে যে- মিয়ানমারের উপ সেনাপ্রধান জেনারেল সোয়ে উইন ঐ দেশটি সফররত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে জানিয়েছেন যে, মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত রয়েছে। তবে ঢাকায় আইএসপিআর-এর সাথে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করেননি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গাম্বিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, মিয়ানমার নেত্রীর কর্মকান্ডে তারা হতাশ।