বাংলাদেশের তৈরি পোশাক খাতে ২০১৮ সালের নতুন মজুরি কাঠামোতে ২৬ শতাংশ মজুরি কমেছে বলে দাবি করেছে বেসরকারি গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি।
মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মিলনে টিআইবি এর পক্ষ থেকে এমন দাবি করে বলা হয়েছে মালিক পক্ষের মজুরি বৃদ্ধির কথার মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে। এ সংক্রান্ত সংস্থাটির গবেষণা প্রতিবেদনে জানান হয়েছে ২০১৩ সালের মজুরি কাঠামো অনুযায়ী প্রতিবছর পাঁচ শতাংশ হারে মজুরি বাড়ানোর নিয়ম থাকলেও সে হিসেবে মজুরি বাড়ান হয় নাই । এতে তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে ২০১৩ সালের ঘোষিত মজুরি অনুযায়ী প্রথম গ্রেডে ছিল ৮ হাজার ৫০০ টাকা কিন্তু ২০১৮ সালের ঘোষিত মজুরি কাঠামোর প্রথম গ্রেডে নতুন মজুরি করা হয়েছে ১০ হাজার ৯৩৮ টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ শতাংশ হারে বৃদ্ধি করলে ২০১৮ সালের বেতন কাঠামতে প্রথম গ্রেডে মজুরি হওয়ার কথা ছিল ১৩ হাজার ৩৪৩ টাকা। সেই হিসেবে মজুরি ২৮ শতাংশ তথা ২ হাজার ৪০৫ টাকা কমেছে যার ফলে নতুন কাঠামোতে সার্বিকভাবে ২৬ শতাংশ মজুরি কমেছে।
ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।