যুক্তরাষ্ট্রে , ক্যালিফোর্ণিয়া রাজ্যে বার্কলের য়ুনিভার্সিটি অফ ক্যালিোর্ণিয়ায় গত শুক্রবার থেকে অনুষ্ঠিত হয় Challenges & Prospects of Bangladesh – এ বিষয়ে তিনদিনব্যাপি এক আলোচনা সভা । এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ গূণীজন উপস্থিত রয়েছেন বক্তাদের মধ্যে । আজ এ আলোচনা সভার শেষ দিন । সেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন সংবাদাতা – বর্তমান ফ্রিলান্স সাংবাদিক সাইফুর রহমান সমানি জিতু । তিনি কথা বলেন আমাদের সঙ্গে ঐ আলোচনা সভার বিবরণ আমাদের শ্রোতাদের জানানোর জন্যে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।bangladesh conference