যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফ্লোরিডার হোমস্টেড এয়ার রিজার্ভ বেজ থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হতে দেখা যাচ্ছে। রবিবার, ৯ মার্চ, ২০২৫।
যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনার জন্য তিনি জেদ্দায় যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরব সফর শেষে রুবিও কানাডার জি-৭ সম্মেলনে যোগ দেবেন।
সৌদি আরব মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা আয়োজন করতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ার পর অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, জেদ্দায় থাকাকালীন সময়ে রুবিও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের সাথেও এই অঞ্চলে সম্মিলিত স্বার্থ এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সাথে এক ফোনালাপে রুবিও “যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় সংকল্পের উপর গুরুত্বারোপ করেন এবং জোর দিয়ে বলেন সকল পক্ষকে একটি স্থিতিশীল শান্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”
সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকের জন্য সৌদি আরবে সফর করবেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা “ইউক্রেন সংকট সমাপ্ত করতে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য” প্রচেষ্টা অব্যাহত রাখবে।
প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ থামানোর জন্য যে কোনো ধরনের শান্তি চুক্তিতে পৌঁছানোর দিকে মনোযোগ দিচ্ছেন।
ইউক্রেনের প্রতি তার বর্তমান অবস্থান ইউক্রেনের পক্ষে অনুকুল নয়। তিনি সম্প্রতি ইউক্রেনের গোয়েন্দা তথ্য ও অস্ত্রের প্রবেশাধিকার সীমিত করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি তুলনামূলক সহানুভূতিশীল থাকলেও, ট্রাম্প সম্প্রতি ইউক্রেনীয় শহরগুলিতে রাশিয়ার অবিরাম আক্রমণের কারণে তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।
যদি ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র ট্রাম্পের জন্য গ্রহণযোগ্য কোনো সমঝোতায় পৌঁছায়, তবে তা তার প্রশাসনের আলোচনা শুরুর প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে মহাদেশের প্রতিরক্ষা জোরদার করার এবং নিরাপত্তার জন্য শত শত বিলিয়ন ইউরো বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে।