অ্যাকসেসিবিলিটি লিংক

 
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়ে নেপালে পৌঁছেছেন আটজন অভিবাসী

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়ে নেপালে পৌঁছেছেন আটজন অভিবাসী


যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত আটজন নেপালিকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর একটি পুলিশ ভ্যানে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। বুধবার, ৫ মার্চ, ২০২৫।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে যুক্তরাষ্ট্র প্রায় ৩০০ জনকে পানামায় বহিষ্কার করেছে। তাদের মধ্যে রয়েছে আফগানিস্তান, চীন, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্ক, উজবেকিস্তান এবং ভিয়েতনামের নাগরিক ।

কিছু দেশ কূটনৈতিক সম্পর্কের অবনতি বা অন্যান্য কারণে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের ফ্লাইট গ্রহণ করতে রাজী হয়নি। পানামা হয়ে ফ্লাইটগুলি সেই বিষয়টি এড়িয়ে চলার জন্য চালু করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, ১ কোটি ১০ লাখ অনিবন্ধিত অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছে। ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনের সময় "লাখ লাখ" অনিবন্ধিত অভিবাসীকে খুঁজে বের করে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ট্রাম্প তার অভিবাসন এজেন্ডা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীরও সাহায্য নিচ্ছেন , যার মধ্যে রয়েছে সীমান্তে অতিরিক্ত সেনা পাঠানো, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠাতে সামরিক বিমান ব্যবহার করা এবং তাদের রাখার জন্য সামরিক ঘাঁটি উন্মুক্ত করা।

XS
SM
MD
LG