অ্যাকসেসিবিলিটি লিংক

 
পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলার শিকারদের জানাজায় হাজার হাজার মানুষের অংশগ্রহণ

পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলার শিকারদের জানাজায় হাজার হাজার মানুষের অংশগ্রহণ


পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহতদের জানাজায় হাজার হাজার শোকাহত মানুষ অংশগ্রহণ করেছে। মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫।

মঙ্গলবার সন্ধ্যায় একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলায় পাঁচজন সেনা সদস্যসহ অন্তত ১৮ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছেন।

পাকিস্তানি তালিবানের সঙ্গে সম্পর্কিত একটি সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

এটি সাম্প্রতিক দিনগুলোতে দেশে ঘটে যাওয়া সহিংসতার একটি নতুন ঘটনা।

দু জন আত্মঘাতী বোমাবাজ আক্রমণটি শুরু করে , যারা প্রথমে নিজেদের উড়িয়ে দিয়ে ঘাঁটির চারপাশের প্রাচীর ভেঙে ফেলেছিল।

সেনাবাহিনীর মিডিয়া বিভাগের একটি বিবৃতিতে বলা হয়েছে, আত্মঘাতী বোমাবাজরা দুটি বিস্ফোরক ভর্তি যান নিয়ে ঘাঁটির প্রাচীরে আঘাত হানে।

এক দিনের শোক পালন করা হয় এবং হাজার হাজার মানুষ এলাকার একটি ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত জানাজায় অংশ নিতে উপস্থিত হয়।

বান্নু আফগানিস্তানের সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত। সেখানে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

XS
SM
MD
LG