যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশন ভাষণ দেয়ার জন্য ক্যাপিটল ভবনের উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এই ভাষণে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ প্রথম কয়েক সপ্তাহের কাজের কথা তুলে ধরবেন।
অভিষেকের বছর ছাড়া অন্যান্য বছরে এই ভাষণকে সাধারণত 'স্টেট অব দ্য ইউনিয়ন' বলে অভিহিত করা হয়ে থাকে। এই ভাষণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও অভিবাসন নীতি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানানোর জন্য একটি মঞ্চ পাবেন ট্রাম্প এবং একইসঙ্গে সরকারী কর্মকর্তাদের ছাঁটাই করার ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর বিতর্কিত ঘটনাগুলো নিয়ে তার বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন তিনি।