প্রবল বৃষ্টির ফলে পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নদী উপচে পড়েছে; এর ফলে টাম্বিজ প্রদেশে অবকাঠামো বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে শস্য, কমপক্ষে ১৫০টি পরিবার আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ। শনিবার, ১ মার্চ।
পেরুর সংবাদ মাধ্যম কর্তৃক প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে, কোরালেস জেলায় বন্যায় অন্তত একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বাকি বাড়িগুলির চারধারে প্রবল জলস্রোত বিদ্যমান। আক্রান্ত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্যার পানি ঠেলে অন্যত্র যাওয়ার জন্য হিমশিম খাচ্ছেন।
টামবেসের মেয়র হিলডেব্রান্ডো অ্যান্টন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ৫ হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে; বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলা, লেবু ও দানাশস্য।
এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে জেলা কর্তৃপক্ষ; যাতে এই সংকট সমাধান করতে নানা সামগ্রী সরবরাহ করা হয়।
পুরসভার তথ্য অনুযায়ী, এই মুহূর্তে আঞ্চলিক প্রশাসন পেরুর সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে মিলিতভাবে প্রতিরোধ ও ঝুঁকি প্রশমনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।