যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে সপ্তাহান্ত কাটিয়ে রবিবার রাতে হোয়াইট হাউসে ফিরে এসেছেন। ২ মার্চ, ২০২৫।
ফেডারেল সরকারের খরচ কমানোর উদ্যোগ ডোজ (DOGE) প্রোগ্রামের প্রধান এবং টেসলার প্রতিষ্ঠাতা ও ধনকুবের ইলন মাস্কও প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে ফেরেন। সঙ্গের শিশুটি ইলন মাস্কের ছেলে।
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাকবিতণ্ডার পর ফ্লোরিডার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সপ্তাহান্তে ফ্লোরিডার মার-আ-লাগোতে ছিলেন এবং রবিবার তাকে ওয়েস্ট পাম বিচে তার গলফ ক্লাবে প্রবেশ করতে দেখা গেছে।
শনিবার (১ মার্চ) ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এই আদেশের ফলে, সরকারী সংস্থা ও ফেডারেল তহবিল পাওয়া প্রতিষ্ঠানগুলোগুলো ইংরেজি ছাড়া অন্য ভাষাতেও নথি ও সেবা চালিয়ে যাবে কি না, সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারবে। আদেশে বলা হয়েছে, "ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হলে তা কেবল যোগাযোগকেই সহজতর করবে না, বরং অভিন্ন জাতীয় মূল্যবোধকেও শক্তিশালী করবে। আরও সুসংহত ও দক্ষ সমাজ গঠনেও এটি সহায়ক হবে।"
হোয়াইট হাউসে ফিরে সোমবার (৩ মার্চ) মুসলিম আমেরিকানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।