শনিবার (১ মার্চ) এক প্রত্যক্ষদর্শীর তোলা ড্রোন ফুটেজে দেখা গেছে, মালয়েশিয়ার সাবাহের এক গ্রামে আগুনের তাণ্ডবের ফলে ধোঁয়ার পুরু চাদর ঊর্ধ্বমুখী; এই অগ্নিকাণ্ডে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৬৬৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
রয়টার্স এই ভিডিওর অকুস্থল নিশ্চিত করতে সক্ষম হয়েছে; দূর থেকে দৃশ্যমান ভূখণ্ড, নদী, অবকাঠামো ও একাধিক ভবন এবং ভিডিওতে দৃশ্যমান রাস্তার নকশা ফাইল ও উপগ্রহ চিত্রের সঙ্গে মিলে গেছে। মূল মেটাডেটার ফাইল থেকে ভিডিওগুলির তারিখও নিশ্চিত করতে সক্ষম হয়েছে রয়টার্স।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সকালের এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই; এই আগুন ২৫০ বর্গ মিটারের (১৬৯১ বর্গফুট) বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে এবং এর ফলে বাসিন্দারা অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন।
পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করতে তদন্ত চলছে।